রাজগঞ্জ, ২৫ জানুয়ারিঃ প্রজাতন্ত্র দিবসের আগে নাকা চেকিং রাজগঞ্জের হাতিমোড়ে।আগামীকাল প্রজাতন্ত্র দিবস।
অপ্রীতিকর ঘটনা এড়াতে দেশ তথা রাজ্য জুড়ে চলছে কড়া নজরদারি।সেইমতো আজ জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার দেবর্ষী দত্তের নেতৃত্বে রাজগঞ্জ থানার অন্তর্গত হাতিমোড়ে চলছে নাকা চেকিং।সমস্ত গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে।
এই বিষয়ে জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষী দত্ত বলেন, বেশ কয়েকদিন থেকেই আমাদের জেলার গুরুত্বপূর্ণ যায়গায় নাকা চেকিং ও পেট্রোলিং চলছে।যাতে এলাকায় অপ্রীতিকর ঘটনা না ঘটে।আজ সারারাত বিভিন্ন যায়গায় এই চেকিং অভিযান চলবে।