রাজগঞ্জ ২৬ এপ্রিলঃ সবজি নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়লেন এক সাইকেল আরোহী।ঘটনাটি ঘটে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের রাজগঞ্জের করতোয়া এলাকায়।আহত ব্যক্তি রাজগঞ্জের মহানভিটা এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সবজি নিয়ে সাইকেল চালিয়ে করতোয়া এলাকায় রাস্তা পারাপার হচ্ছিলেন ওই ব্যক্তি।ঠিক সেই সময় ফাটাপুকুরের দিক থেকে আসা একটি মোটরসাইকেল আচমকা তার সাইকেলে ধাক্কা মারে।সংঘর্ষের ফলে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে পাঠান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশ।পুলিশ সাইকেলটি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে।