রাজগঞ্জ, ২৬ ফেব্রুয়ারিঃ আজ মহাশিবরাত্রি।রাজগঞ্জের ভদ্রেশ্বর মন্দিরে উপচে পড়লো পুণ্যার্থীদের ভিড়।
রাজগঞ্জের কালীনগরের কাছে ভদ্রেশ্বর মন্দিরে এবছর ৬৭তম শিবপুজো ও মেলার আয়োজন করা হয়েছে।৪ দিন ব্যাপী পুজো ও মেলা চলবে।
ঐতিহ্যবাহী এই মন্দিরকে ঘিরে এলাকায় বহু কাহিনী প্রচলিত আছে।প্রতিবছর শিব চতুর্থীতে শিবপুজো এবং মেলা হয়।রাজগঞ্জ ব্লক ছাড়াও বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ পুজো দিতে আসেন।মন্দিরটি জাগ্রত, মানত করলেই ভক্তদের আশা পূর্ণ হয়।এই বিশ্বাসে প্রতিবছর শিব চতুর্থীতে প্রচুর মানুষ এখানে আসেন।