রাজগঞ্জের চাওয়াই নদীর ওপর পাকা সেতুর শিলান্যাস করলেন বিধায়ক

রাজগঞ্জ, ৭ অক্টোবরঃ রাজগঞ্জের চাউলহাটি এলাকায় চাওয়াই নদীর ওপর পাকা সেতুর শিলান্যাস করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।জলপাইগুড়ি জেলা পরিষদের তরফে ৫ কোটি ৬৫ লক্ষ টাকা ব্যয়ে এই সেতুটি তৈরি করা হবে বলে জানা গিয়েছে।


রাজগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন চাউলহাটি এলাকায় চাওয়াই নদীর ওপর একটি পুরনো কাঠের সেতু রয়েছে।ওই সেতু দিয়ে সাধারণ মানুষ ছাড়াও সীমান্তে কর্তব্যরত বিএসএফরা যাতায়াত করেন।

বিধায়ক খগেশ্বর রায় বলেন, এলাকার বাসিন্দা এবং বিএসএফ এর তরফে ওই স্থানে পাকা সেতু করার জন্য দাবি জানানো হয়েছিল।


এদিনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, কো-মেন্টর অহিদার রহমান, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়, ডিপিএসসির চেয়ারম্যান লক্ষ্য মোহন রায়,অরিন্দম ব্যানার্জি, শেখ উমর ফারুক,দীলিপ রায় সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywingrandpashabet girişcasibom girişcasibom girişdeneme bonusuDeneme Bonusu Veren Sitelercasibom girişdeneme bonusu