রাজগঞ্জ, ১৮ মে: রাজগঞ্জের হাজিরঘাট সেতু উদ্বোধনের আগেই ভেঙে গেল সংযোগকারী রাস্তা।
প্রসঙ্গত, গত বছর মার্চ মাসে সেতুর কাজের শুভারম্ভ করেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে সেই সেতুর কাজ সম্পন্ন হয়েছে লকডাউনের আগেই।অন্যদিকে সংযোগকারী রাস্তায় বসানো হয়েছে টাইলস।রংটং করে পরিপাটি করে সাজানোও হয়েছে।তবে উদ্বোধনের আগেই ভেঙ্গে গেল সেই সংযোগকারী রাস্তা।ধসে গিয়েছে মাটি।এই ঘটনায় কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।সেতুটি টেকসই হবে কিনা তা নিয়েও সন্দেহ দানা বেঁধেছে স্থানীয়দের মনে।
স্থানীয়রা জানান, ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নড়বড়ে সেতু দিয়ে যাতায়াত করতেন।অবশেষে দেরিতে হলেও সেতুটি তৈরি হওয়ায় এলাকার মানুষ খুশী হয়েছিলেন।কিন্তু দুই মাসের মধ্যে সংযোগকারী রাস্তা ভেঙে যাওয়ায় সেতুটির ভবিষ্যৎ নিয়ে তারা চিন্তিত।নিম্নমানের কাজের কারণে এই ঘটনা ঘটেছে বলে তাদের অভিযোগ।
এ ব্যাপারে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, বৃষ্টির ফলে সংযোগকারী রাস্তার হয়তো কিছুটা ক্ষতি হয়েছে।তবে ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে খতিয়ে দেখব।