রাজগঞ্জ, ২৫ এপ্রিলঃ গত কয়েকদিন থেকে রাজগঞ্জের দশদরগা ও সারিয়াম এলাকায় চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছে। শনিবার সকালে ওই এলাকা থেকে উদ্ধার হল লুপ্তপ্রায় একটি ফিশিং ক্যাট। এই ফিশিং ক্যাটটিকে দেখেই এলাকায় চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছে কিনা তা নিয়েও ধোঁয়াশা রয়েছে।
প্রসঙ্গত, গত কয়েকদিন থেকে ওই এলাকায় চাষের জমি, চা বাগান, এমনকি বাড়ির মধ্যেও অজানা জন্তুর পায়ের ছাপ দেখা যায়। এলাকায় চিতাবাঘ দেখেছেন বলে দাবি করেন স্থানীয়রা।
বেলাকোবা রেঞ্জ অফিসের বনকর্মীরা তল্লাশি চালিয়ে চিতাবাঘের সন্ধান না পেলেও এলাকায় বাঘ ধরার খাঁচা পাতা হয়েছে।এদিন সারিয়ামের প্রধানপাড়া এলাকা থেকে ফিশিং ক্যাট উদ্ধার হয়। দেখতে অনেকটা চিতাবাঘের মতো। গলার আওয়াজও ভয়ানক।
রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত জানিয়েছেন, ওই এলাকায় চিতাবাঘের আতঙ্ক রয়েছে। সম্ভবত এই ফিশিং ক্যাটটি এলাকায় ঘোরাফেরা করছিল। তবুও টহলদারি অব্যাহত রাখা হয়েছে।