রাজগঞ্জে শ্রী মানস হনুমান মন্দির বাৎসরিক মহোৎসব শুরু

রাজগঞ্জ, ২৭ মেঃ রাজগঞ্জে শ্রী মানস হনুমান মন্দির বাৎসরিক মহোৎসব শুরু হল।শুক্রবার সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়।তোতাইগছ-দুর্বা‌গছ সবার মন্দির নির্মাণ কমিটির তরফে বিগত ৮ বছর ধরে এই মহোৎসব আয়োজিত হচ্ছে।


মন্দির কমিটির সদস্যরা জানান, গত দু বছর করোনার কারণে জনসমাগম করে মহোৎসব আয়োজিত না হলেও বাৎসরিক পুজো হয়েছিল।এবারে অবশ্য করোনার বাধা না থাকায় মহা সমারোহেই অনুষ্ঠান হচ্ছে।দূর দূর থেকে ভক্তদের সমাগম হয় এখানে।দুই দিন ব্যাপি নানান অনুষ্ঠান রয়েছে।সকলের জন্য প্রসাদের ব্যবস্থাও করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *