রাজগঞ্জ, ৫ সেপ্টেম্বরঃ হাসপাতালের ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও রোগীদের নিরাপত্তার জন্য রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে উদ্বোধন হল পুলিশ ক্যাম্পের। বৃহস্পতিবার পুলিশ ক্যাম্পের উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত ও রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।
জানা গিয়েছে, পুলিশ ক্যাম্পে সর্বক্ষণ পুলিশ মোতায়েন থাকবে। সেখানে থাকবেন একজন এএসআই পদমর্যাদার পুলিশ অফিসার, কনস্টেবল এবং সিভিক ভলান্টিয়ার।
রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে ৪৫ শয্যার অন্তর্বিভাগ রয়েছে। চিকিৎসকের সংখ্যা ১০ জন। প্রতিদিন বহির্বিভাগে প্রায় ৫০০ রোগী আসেন। হাসপাতাল থেকে রাজগঞ্জ থানার দূরত্ব প্রায় বেশকয়েক কিলোমিটার। ফলে কোনো সমস্যা হলে পুলিশকে হাসপাতালে পৌঁছতে অনেকটা সময় লেগে যায়। এই পুলিশ ক্যাম্পটি চালু হওয়ায় চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা নিরাপদ বোধ করবেন।
পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত বলেন, এই পুলিশ ক্যাম্প শুধু রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নয়, জেলার অন্যান্য গ্রামীণ হাসপাতাল, সদর হাসপাতাল, জেলা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালে একই ক্যাম্প করা হয়েছে। নিরাপত্তার জন্য পুলিশ ক্যাম্পে সর্বক্ষণ পুলিশ মোতায়েন থাকবে।
আজ পুলিশ ক্যাম্পের উদ্বোধনে উপস্থিত ছিলেনর রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, সিএমওএইচ অসিম হালদার,ব্লক স্বাস্থ্য আধিকারিক রাহুল রায়, রাজগঞ্জ থানার আইসি অনুপম মজুমদার।