রাজগঞ্জে পথ দুর্ঘটনায় মৃত ১, গুরুতর আহত ২

রাজগঞ্জ, ৬ নভেম্বরঃ রাজগঞ্জে পথ দুর্ঘটনায় মৃত এক,গুরুতর আহত দুজন।শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের পানিকৌরি গ্রাম পঞ্চায়েতের বাগডোগরা এলাকায়।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে বাগডোগরা এলাকায় একটি স্কুটি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের।গুরুতর আহত হয় ২ জন।স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বেলাকোবা ফাঁড়ির পুলিশ।গাড়ি দুটিকে উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasibom girişcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibom