রাজগঞ্জ, ১২মেঃ জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে শুক্রবার রাজগঞ্জ থানায় রক্তদান শিবিরের আয়োজন করা হল।এদিন রক্তদান শিবিরের পাশাপাশি স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়।
জলপাইগুড়ি পুলিশ সুপার খন্ডবাহালে উমেশ গণপত বলেন, গ্রীষ্মকালে রক্ত সংকট দেখা দেয়।সমস্যা সমাধানে জেলার বিভিন্ন জায়গায় প্রতিমাসে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। আজ রাজগঞ্জ থানায় আয়োজিত এই রক্তদান শিবিরে পুলিশ কর্মী ও সাধারণ মানুষরা মিলে রক্তদান করেন। এছাড়াও বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে।
এদিনের কর্মসূচিতে জলপাইগুড়ি পুলিশ সুপার খন্ডবাহালে উমেশ গণপত ছাড়াও উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, ডিপিএসসির চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়, রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার সহ অন্যান্য পুলিশ কর্মীরা।