রাজগঞ্জ, ২৪ মার্চঃ বীরভূমের বাংলা সহায়তা কেন্দ্রের কর্মী শ্রাবণী মন্ডলের খুনের অভিযোগ তুলে দোষীদের কঠোর শাস্তির দাবীর পাশাপাশি বাকি কর্মীদের নিরাপত্তার দাবিতে আজ রাজগঞ্জ বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন রাজগঞ্জ ব্লকের বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীরা।
জানা গিয়েছে, বীরভূম জেলা ইলামবাজার ব্লকের বাতিকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বাংলা সহায়তা কেন্দ্রে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করতেন শ্রাবণী মন্ডল(২২)।বুধবার ওই কেন্দ্রের মধ্যে তার মৃতদেহ উদ্ধার হয়।গলায় ওড়না জড়ানো অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয়েছে।ঘটনার পর যুবতীকে খুন করা হয়েছে এমনটাই অভিযোগ তোলেন মৃতার পরিবারের সদস্যরা।এই কারণে বৃহস্পতিবার রাজগঞ্জ বিডিও অফিসে বিক্ষোভে সামিল হন রাজগঞ্জ ব্লকের বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীরা।
বিক্ষোভকারীরা বলেন, রাজগঞ্জ ব্লকের বিভিন্ন সরকারি দপ্তরে বাংলা সহায়তা কেন্দ্রে ৩৭ জন ডাটা এন্ট্রি অপারেটর রয়েছেন।এই ঘটনার পর থেকে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।তাই কর্মীদের নিরাপত্তার দাবী জানান তারা।