রাজগঞ্জ, ২৭ আগস্টঃ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আজ রাজগঞ্জের পাঘালুপাড়া এলাকায় দধি-কাঁদো খেলার আয়োজন করা হয়।
রাজবংশী কৃষ্টির পরিচালনায় বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের পাঘালু পাড়ার কচুমোড়ে দধি কাঁদো খেলার আয়োজন করা হয়।কচুমোড়ে প্রতিযোগিতামূলক ওই দধি কাঁদো খেলায় রাজগঞ্জ ব্লকের বিভিন্ন স্থান থেকে বেশকয়েকটি দল অংশগ্রহণ করে।বিভিন্ন প্রকার দধি-কাঁদো খেলায় জয়ী দলকে পুরস্কৃত করা হয়।
কমিটির অন্যতম সদস্য ভক্ত রায় বলেন, বাবা ঠাকুরদারা এই খেলা পরিচালনা করতেন।কিন্তু শুধু দধি-কাঁদো খেলা নয়, রাজবংশী সম্প্রদায়ের অনেক কৃষ্টি ও সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে।নতুন প্রজন্ম জাতে এই কৃষ্টি ও সংস্কৃতি মনে রাখে তাই এই আয়োজন।এইবছর এই দধি কাঁদো খেলা ১৯ বছরে পদাপর্ন করলো।এদিন বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষের সমাগম হয়।সকলের জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয়।