রাজগঞ্জ ২৪ নভেম্বরঃ রাজগঞ্জের দশদরগায় ৪০শা মহরম পালন করা হল। রবিবার রাতে দশদরগা কারবালা ময়দানে ৪০শা মহরম উপলক্ষে লাঠি খেলার আয়োজন করা হয়। খেলার উদ্বোধন করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।
জানা গিয়েছে ,মহরমের ৪০ দিন পরে ৪০শা মহরম পালন করা হয়। প্রতিবছরের মত এবছর দশদরগায় পালন করা হল এই দিনটি। এদিন লাঠি খেলায় প্রায় ১৫ টি দল অংশগ্রহন করে৷ লাঠি খেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের আর্থিক পুরস্কারে পুরস্কৃত করা হবে বলে জানা গিয়েছে।
