গজলডোবা, ২ জুলাইঃ সরকারি জমি দখলমুক্ত করতে অভিযানে নামলো ব্লক প্রশাসন।মঙ্গলবার রাজগঞ্জ ব্লকের গজলডোবার ঝুলন্ত সেতুর পাশে প্রায় কয়েকবিঘা সরকারি জমি দখল মুক্ত করে প্রশাসনের পক্ষ থেকে সরকারি জমির বোর্ড লাগিয়ে দেওয়া হয়।শিলিগুড়ির এক নেতা সেই জমি দখল করে রেখেছিল বলে জানা যায়।
জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি জমি দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে প্রশাসন। সেইমতো কয়েকদিন আগে রাজগঞ্জ ব্লকের গজলডোবা এলাকার বেশকিছু সরকারি জমি চিহ্নিত করে রাজগঞ্জ ব্লক প্রশাসন।
মঙ্গলবার রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, রাজগঞ্জের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সুখেন রায় ও অন্যান্য আধিকারিকরা গিয়ে সরকারি জমির বোর্ড লাগিয়ে দেন।
এই বিষয়ে রাজগঞ্জের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সুখেন রায় বলেন, আজ গজলডোবা সংলগ্ন এলাকায় ১ একর ৩৩ ডি জমি চিহ্নিত করে সরকারি বোর্ড লাগিয়ে দেওয়া হল।এই অভিযান ব্লক জুড়েই চলছে।ব্লকে যেসব জায়গায় সরকারি জমি দখল করা রয়েছে সেগুলো দখলমুক্ত করা হবে।