কামতাপুরি রাজ্য ও ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে রাজগঞ্জে শহীদ দিবস পালন

রাজগঞ্জ, ২৫ জানুয়ারিঃ কামতাপুরি রাজ্য ও ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে শহীদ দিবস পালন করলো সাহুডাঙ্গী শহীদ বেদী কমিটি।


কামতাপুরি রাজ্য ও ভাষা আন্দোলন করতে গিয়ে শহীদ হয় জগদীশ চন্দ্র রায় ও গজন রায়। শনিবার রাজগঞ্জ ব্লকের সাহুডাঙ্গী মোড়ে ও জগদীশ কলোনীতে শহীদ বেদীতে মাল্যদান করে শ্রদ্ধা জানান জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায়।

কমিটির সূত্রে জানা গিয়েছে, ১৯৮৭ সালের ২৫ জানুয়ারি কামতাপুর রাজ্য ও ভাষার দাবিতে আলতাগ্রাম স্টেশনে রেল রোকো কর্মসূচি করা হয়। সেদিন আন্দোলনকারীদের উপর গুলি চালানোর ঘটনায় সাহুডাঙ্গির জগদীশ চন্দ্র রায় ও ধুপগুড়ির গজন রায়ের মৃত্যু হয়। তাই প্রতিবছর ২৫ জানুয়ারি দুই শহীদের স্মরণে শহীদ দিবস পালন করা হয়।


এদিন উপস্থিত ছিলেন রাজেশ রায়,সঞ্জয় রায়, সুধীর সরকার, স্বাধীন রায়, তরুন রায়, অজিত রায় সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *