রাজগঞ্জ, ২২ জুন: রাজগঞ্জের নেপালিবস্তিতে ঐতিহাসিক শিব মন্দির প্রাঙ্গণে দশ মহাবিদ্যা মন্দির তৈরির উদ্যোগ।মঙ্গলবার সেই উদ্দেশ্যে ঘট স্থাপন করলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক গৌতম দেব।পাশাপাশি এদিন কামাখ্যা পুজো ও ২৫০ জন দুঃস্থ মহিলাদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়।
মন্দির কমিটির অন্যতম সদস্য কানাইপাল বলেন, রাজগঞ্জের ফারাবাড়ি এলাকার নেপালিবস্তিতে বহু পুরনো শিব মন্দির ও গণেশ মন্দির রয়েছে।তৎকালীন জলপাইগুড়ির রাজমাতা মন্দির স্থাপন করেছিলেন।এছাড়া এলাকায় প্রচলিত আছে ওই স্থানে দেবী চৌধুরানী পুজো দিতেন।
গৌতম দেব বলেন, নেপালিবস্তির ওই মন্দিরটি ঐতিহাসিক।এখানে দশ মহাবিদ্যা মন্দির তৈরি হলে গুরুত্ব বাড়ার পাশাপাশি পরিবেশের উন্নতি হবে।মন্দির কমিটি চাইলে সাধ্যমতো সাহায্য করা হবে।