রাজগঞ্জ, ২৬ ডিসেম্বরঃ আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারি সভাধিপতি মনোরঞ্জন দে’র গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিক্ষোভ তৃণমূলের।বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ তুলে শনিবার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের সাহুডাঙ্গি মোড়ে তৃণমূলের এসসি, এসটি, ওবিসি সেলের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হল।
এই বিষয়ে জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন বলেন,আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারি সভাধিপতি তথা তৃণমূল নেতা মনোরঞ্জন দে শুক্রবার গভীর রাতে ডুয়ার্সের চালসা এলাকায় গুলিবিদ্ধ হন। বিরোধীরা ওই তৃণমূলে নেতাকে প্রাণে মারার চেষ্টা করেছিল।তারই প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয়।আমরা শান্তিপূর্ণ ভাবে থাকতে চাই।বিরোধীদের এই ধরনের কাজের ধিক্কার জানাই।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাধিপতি পূর্ণিমা রায়, রুপালি দে, ধিধান রায়, জাকের হুসেন, স্বাগত রায় সহ তৃণমূলের স্থানীয় নেতৃত্বরা।