রাজগঞ্জ,৬ ফেব্রুয়ারিঃ পাথরঘাটা এলাকায় করতোয়া নদীতে সেতু না থাকায় সমস্যায় ভুগছেন কয়েকটি গ্রামের মানুষ। বহু বছর থেকে সেতুর দাবি করা হলেও কোনো উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না বলে বাসিন্দাদের অভিযোগ।
রাজগঞ্জের পাথরঘাটা এবং বক্সিডাঙ্গি গ্রামের মাঝ দিয়ে বয়ে গিয়েছে করতোয়া নদী। সারা বছরই নদীতে জল থাকে। শুখা মরসুমে নদীর জল দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কোনরকমে যাতায়াত করা গেলেও বর্ষাকালে কোনো উপায় থাকেনা।
সন্তোষ কুমার দাস বলেন, পাথরঘাটা এলাকায় করতোয়া নদীতে সেতু না থাকায় সমস্যায় পড়ছেন পথ চলতি মানুষ ছাড়াও স্কুল পড়ুয়ারা। শিশুদের স্কুলে নিয়ে যেতে ঘাড়ে করে নদী পার করতে হয়। বক্সিডাঙ্গি ও জমিদারপাড়া সহ পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের প্রায় ১০ কিলোমিটার ঘুরপথে বাজারে যেতে হয়।
তারা বলেন, এই সমস্যার কথা ব্লক প্রশাসনও জানে। তার পরও সেতু তৈরির ব্যাপারে তারা কোনো উদ্যোগ নেয়নি।