আগামীকাল থেকে ৩০ মে পর্যন্ত রাজ্যে কার্যত লকডাউন

করোনা মোকাবিলায় আরও কড়া হল রাজ্য।আজ ফের নবান্নের তরফে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।আগামীকাল থেকে ৩০ মে অবধি এই বিধিনিষেধ থাকবে।আজ নবান্নে একটি সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।


জরুরি পরিষেবা ছাড়া বন্ধ করা হল সমস্ত সরকারি এবং বেসরকারি অফিস।

স্বাস্থ্য, আদালত, বিদ্যুৎ, পানীয় জল, সংবাদমাধ্যম, সাফাই, পেট্রোল পাম্প জরুরি পরিষেবা প্রদানকারী পরিষেবা চালু থাকবে।


বাস এবং মেট্রো, অটো, ট্যাক্সি এবং ফেরি পরিষেবা সম্পূর্ণ বন্ধ।

আগের মতোই শপিং মল, জিম, সুইমিং পুলও বন্ধ থাকছে।

বিয়েবাড়িতে ৫০ জনের বেশি জমায়েত নয়, সৎকারে ২০ জনের বেশি জমায়েত নয়।

ব্যাঙ্ক খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত।এটিএম পরিষেবা চালু থাকবে।

মুদিখানা এবং বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত।

মিষ্টির দোকান খোলা থাকবে সকাল ১০টা বিকেল ৫টা অবধি।

বন্ধ থাকবে স্কুল, কলেজ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান।

৫০ শতাংশ শ্রমিক নিয়ে চা বাগান খোলা রাখার কথা বলা হয়েছে।রাত ৯টা ভোর ৫টা অবধি জরুরি পরিষেবা ছাড়া বাড়ির বাইরে বেরোনোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।নিষেধাজ্ঞা না মানা হলে মহামারি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *