করোনা পরিস্থিতিতে রাজ্যের অর্থনীতিকে সচল রাখতে মোদীর কাছে আর্থিক সাহায্য চাইলেন মমতা

করোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন।এমতাবস্থায় টালমাটাল দেশের অর্থনীতি।ব্যবসা-বাণিজ্য বন্ধ।সরকারি তহবিলেও অর্থ ঢুকছে না।এই অবস্থায় রাজ্যের অর্থনীতিকে সচল রাখতে কেন্দ্রের কাছে আর্থিক সাহায্য চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 


লকডাউনের মেয়াদ কি আরও বাড়ানো হবে, নাকি ধাপে ধাপে তা তুলে দেওয়া হবে? এ সব বিষয়কে সামনে রেখেই আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো বৈঠক শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর কাছে করোনা মোকাবিলায় লকডাউনের মেয়াদ বৃদ্ধির আর্জি জানান।পাশাপাশি তিনি কেন্দ্রের কাছে বিশেষ আর্থিক প্যাকেজও দাবি করেন।তিনি বলেন, আয় কমে গিয়েছে, বহিঃবাণিজ্য বন্ধ লকডাউনের জেরে।সরকারি আয়ের পথগুলিও ক্রমশ সংকুচিত হচ্ছে।আবার, পাশাপাশি রাজ্যের একটা বিশাল অংশের মানুষকে এই সময় গণবণ্টনের মাধ্যমে নিখরচায় খাবার পাঠাতে হচ্ছে।এই পুরো খরচটাই বহন করতে হচ্ছে রাজ্যের কোষাগার থেকে।


উল্লেখ্য, কিছুদিন আগে করোনা পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে ২৫ হাজার কোটি টাকা কেন্দ্রের কাছে চেয়েছিল রাজ্য প্রশাসন। প্রশাসনিক সূত্রে খবর, এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও বার্তায় সেই একই দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişcasino siteleriDeneme BonuslarOnwincasibom girişbahsegel girişcasino sitelericasibom giriscasibomholiganbetholiganbet girişcasibom güncel adresionwinBETS 10pusulabet giriş