দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে রাজ্য মন্ত্রীসভা থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী।আজ থেকে আর রাজ্যের পরিবহনমন্ত্রী রইলেন না শুভেন্দু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে পদত্যাগ করলেন তিনি। তাতে তিনি লেখেন, ‘রাজ্যের মানুষের সেবা করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ’। রাজ্যপাল জগদীপ ধনখড়কেও ইমেলে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
শুক্রবারই রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা ছাড়েন শুভেন্দু অধিকারী। নিজের পাইলট কার এবং এসকর্টও ছেড়ে দেন।
প্রসঙ্গত,বৃহস্পতিবার হুগলী রিভারব্রিজ কমিশনের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী।