শিলিগুড়ি, ২৭ জানুয়ারিঃ লোকসভা নির্বাচনের আগে রাজ্যপুলিশের ২৮৫ জন ইন্সপেক্টর র্যাঙ্কের পুলিশকর্মীদের রদবদল করা হল।ইতিমধ্যেই তার একটি তালিকাও প্রকাশ করা হয়েছে।শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া, প্রধাননগর, ভক্তিনগর এবং শিলিগুড়ি থানার আইসি’দের বদলি করা হয়েছে।
মাটিগাড়ার বর্তমান আইসি সমীর দেউসাকে বানারহাট থানা বদলি করা হয়েছে এবং তার বদলে আসছেন ঝাড়গ্রামের লালগড় থানার আইসি অরিন্দম চ্যাটার্জি।প্রধাননগর থানার আইসি অনির্বান ভট্টাচার্যকে আলিপুরদুয়ারে বদলি করা হয়েছে।তার জায়গায় আসছেন কুমারগ্রাম থানার বাসুদেব সরকার।ভক্তিনগর থানার আইসি অমরেশ সিংকে চোপড়া থানায় বদলি করা হয়েছে।তার জায়গায় আসছে ঝাড়গ্রামের জামবোনো থানার আইসি অমিত অধিকারী।
শিলিগুড়ি থানার আইসি অনুপম মজুমদারকে রাজগঞ্জ থানায় বদলি করা হয়েছে।তার বদলে শিলিগুড়ি থানার নতুন আইসি হচ্ছেন কালিম্পং থানার আইসি সঞ্জয় ঘোষ।
অন্যদিকে খালপাড়া ফাঁড়ির ওসি মৃন্ময় ঘোষকে ভোরের আলোর ওসি করা হচ্ছে।মেডিক্যাল ফাঁড়ির ওসি সুদীপ কুমার দত্তকে খালপাড়ার ওসি হচ্ছেন।পানিট্যাঙ্কি ফাঁড়ির ওসি পাপ্পু সিংকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আর্মস লাইসেন্স ডিপার্টমেন্টে বদলি করা হয়েছে।শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিডি ইন্সপেক্টর মিগমা লেপচাকে দার্জিলিং জেলার সদর থানার আইসি করা হয়েছে।