শিলিগুড়ি,২৬ সেপ্টেম্বরঃ রাজ্য সরকারের অনুদানের টাকায় সিসিটিভি বসানোর উদ্যোগ নিল শিলিগুড়ির হায়দারপাড়া স্পোর্টিং ক্লাব।এবছর দুর্গা পূজা উপলক্ষে রাজ্যের প্রতিটি ক্লাবকে ৮৫ হাজার টাকা অনুদান দেয় রাজ্য সরকার।যদিও আরজি কর আবহে বিভিন্ন ক্লাব সেই অনুদান ফিরিয়ে দিয়েছে।তবে সেই অনুদান ফিরিয়ে না দিয়ে নারী সুরক্ষায় এলাকায় সিসিটিভি বসানোর উদ্যোগ গ্রহণ করল শিলিগুড়ির হায়দারপাড়া স্পোর্টিং ক্লাব।
সরকারী অনুদানের টাকায় ১৫টি সিসিটিভি বসানোর উদ্যোগ নিয়েছে হায়দারপাড়া স্পোর্টিং ক্লাব।এলাকাবাসী সহ নারী সুরক্ষায় এই উদ্যোগ গ্রহণ বলে জানিয়েছেন ক্লাবের সাধারণ সম্পাদক নিমাই পাল। তাদের এবারের থিম “বন্দী শৈশব”। যার মধ্য দিয়ে বর্তমান যুগে বাচ্চারা মোবাইলের প্রতি যেভাবে আসক্ত হয়ে পড়ছে এবং অতীতে শৈশবজীবন কেমন ছিল তা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। প্রায় ২০ লক্ষ টাকার বাজেটের এই পুজো এবার নজর কাড়তে চলেছে শহরবাসীর। এছাড়াও মন্ডপসজ্জা ও আলোকসজ্জাতেও থাকছে বিশেষ চমক।