শিলিগুড়ি,৩০ জানুয়ারিঃ চলতি মাসের ২৫ তারিখে বেঙ্গল অলিম্পিক এসোসিয়েশন এর তরফে আয়োজিত হয় রাজ্যস্তরের নেতাজি সুভাষ গেমস প্রতিযোগিতা। কলকাতার সল্টলেক স্টেডিয়ামের মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২৭ এবং ২৮ তারিখ ছিল থ্রো বল প্রতিযোগিতা। যেখানে বিগত ১০ বছরের চ্যাম্পিয়ন দক্ষিণ ২৪ পরগণা এবং দক্ষিণ কলকাতাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শিলিগুড়ির মেয়েদের একটি দল। চ্যাম্পিয়নরা প্রত্যেকেই স্কুলছাত্রী।
কোচ সামিম সিদ্দিকি জানান, থ্রোবল এর জন্য শহরে সঠিক প্রশিক্ষণের ব্যাবস্থা নেই। স্কুলে তারা যতটুকু প্রশিক্ষণ পেয়েছে তা নিয়েই তারা মাঠে নেমেছিল। তবে সঠিক প্রশিক্ষণ ছাড়াই তারা এত ভালো ফলাফল করেছে।
এদিন নান্টু পাল চ্যাম্পিয়ন মেয়েদের হাতে ফুল তুলে দিয়ে তাদের সংবর্ধনা জানান। পাশাপাশি শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের তরফে তিনি জানান এখন থ্রো বলের সঠিক পরিকাঠামো তাদের কাছে নেই। তবে এইসকল ছাত্রছাত্রীদের একটা সঠিক পরিকাঠামোর ব্যবস্থা করতে হবে যাতে তারা ভবিষ্যতে ঋদ্ধিমান সাহা ও রিচা ঘোষের মতো শহরের নাম উজ্জ্বল করতে পারে।