ছটপুজোয় রাজনীতির গন্ধ! সুরাহা মিলছে না ছটব্রতীদের

শিলিগুড়ি,১৮ নভেম্বরঃ ‘ছট পুজো নিয়ে চলছে রাজনীতি’- এমনই মন্তব্য বিভিন্ন রাজনৈতিক দলের।


লালমোহন মৌলিক ঘাটের ছটপুজো ও রেলিং নিয়ে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না।সকাল থেকেই পুজো আয়োজকদের একদফা মৌন প্রতিবাদের পর ঘাট পরিদর্শনে যান বিজেপি সাংগঠনিক জেলার একাধিক নেতৃত্বরা।ঘাটে পৌছেই তারা তোপ দাগেন শিলিগুড়ি পুরনিগম ও এসজেডিএ এর ওপর।বিজেপি নেত্রী সবিতা আগরওয়াল জানান, প্রশাসন যদি ছটপুজোর দায়িত্ব নিতে অক্ষম হয় তবে বিজেপির ওপর দায়িত্ব দিয়ে দেওয়া হোক।বিজেপি দল সম্পূর্নভাবে ছটব্রতীদের সঙ্গে রয়েছেন।

অন্যদিকে এদিন ছটঘাটে এসে এসজেডিএ এর ভাইস চেয়ারম্যান নান্টু পাল একদিকে যেমন পুরনিগমের ওপর তোপ দাগেন তেমনই বিজেপির বিরুদ্ধেও কথা বলেন।তিনি জানান,হঠাৎ করেই বিজেপি দল ছটঘাটে এসে রাজনীতি করতে চাইছে।


তবে এই টানাপোড়নের মাঝে সমস্যায় পড়েছেন ছটপুজোব্রতীরা।বারংবার প্রতিবাদ জানিয়ে, প্রশাসনের দ্বারস্থ হয়েও মিলছে না কোনো সুরাহা। যার ফলে একরকম দিশেহারা তারা, অনিশ্চয়তার মুখে এবারের লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটের ছটপুজোও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomcasibomcasibomOnwincasibom giriş