শিলিগুড়ি, ১৭ এপ্রিলঃ শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের মার্গারেট স্কুলের ভোট কেন্দ্রে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ এবং দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তকে ঘিরে বিক্ষোভ দেখালো তৃণমূলের কর্মীরা।
তৃণমূল কর্মীদের অভিযোগ, দুই বিজেপি নেতা ভোট কেন্দ্রে পৌঁছানোর ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয়।এরফলে ভোট দিতে সমস্যায় পড়তে হয় ভোটারদের।ঘটনার পর কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রাস্তা যানজট মুক্ত করা হয়।
এই বিষয়ে রাজু বিস্ত বলেন, তৃণমূল হারছে।তাই তৃণমূলের নেতারা রেগে আছেন।হারের কারণে এইসব করছে তারা।এদিন সকল ভোটদাতাকে ভোট দেওয়ার আবেদনও করেন তিনি।
শঙ্কর ঘোষ বলেন, তৃণমূল নেতাদের এত রাগ ভালো না।গরমের কারণে তাদের ফল খাওয়া দরকার বলে জানান তিনি।