শিলিগুড়ি, ১৪ জুনঃ “করোনা মোকাবিলা করতে এখনও পর্যন্ত রাজ্য সরকার পুরোপুরি প্রস্তুত নয়, এই সময়েও রাজ্য সরকার শুধুমাত্র রাজনীতি করছে” রবিবার একটি সাংবাদিক বৈঠক করে এমনটাই অভিযোগ তুললেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্ত।
রাজু বিস্ত অভিযোগ করে বলেন, কেন্দ্র সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য ১১ হাজার কুইন্টাল চাল পাঠিয়েছিল।কিন্তু স্থানীয় কিছু নেতা ওই চাল আত্মসাৎ করে।এই বিষয়টিকে প্রকাশ্যে আনতে সাংবাদিকদের সাহায্য চেয়েছেন তিনি।
তিনি আরও বলেন, কেন্দ্র সরকার বাংলাকে ৬ লক্ষ পিপিই কিট এবং ৭ লক্ষ এন-৯৫ মাস্ক দিয়েছে।এছাড়াও কেন্দ্র সরকার রাজ্যে সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় ৩৫টি ল্যাব, ১১ হাজার ২০০ কোটি টাকা আর্থিক সহায়তা করে।মেডিক্যাল সামগ্রী রাজ্যকে ১২৬ কোটি টাকা দেওয়া হয়েছে।কিন্তু রাজ্যের কাছে এই সমস্ত টাকার কোনো হিসেব নেই।এদিকে মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ করছেন।
এদিনের সাংবাদিক বৈঠকে রাজ্য সহ-সভাপতি রাজু ব্যানার্জি, শিলিগুড়ি সাংগঠনিক বিজেপির সভাপতি প্রবীণ আগরওয়াল সহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।