শিলিগুড়ি, ৩১ ডিসেম্বরঃ শিলিগুড়ির বিধান মার্কেটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সাহায্য করলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা।
প্রসঙ্গত, গত ২৮শে সেপ্টেম্বর ভয়াবহ অগ্নিকান্ডে শিলিগুড়ির বিধান মার্কেটের একাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়।ঘটনার পরই আর্থিক অনুদানের ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত।ঘটনার কয়েকদিন পরেই সরকারী অনুদান ক্ষতিগ্রস্থদের হাতে তুলে দেওয়া হয়।
অবশেষে মঙ্গলবার দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তের তরফে আর্থিক অনুদানের টাকাও ক্ষতিগ্রস্ত দোকানদারদের হাতে তুলে দেওয়া হল।এদিন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ও বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মন্ডল সহ বিজেপি কাউন্সিলরদের উপস্থিতিতে ব্যবসায়ীদের হাতে আর্থিক অনুদানের টাকা তুলে দেওয়া হয়।যদিও শারীরিক অসুস্থতার জন্য উপস্থিত থাকতে পারেননি সাংসদ।এদিকে আর্থিক অনুদান পেয়ে খুশি হন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।
সাংসদ রাজু বিস্তের ব্যক্তিগত প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন বিধায়ক শঙ্কর ঘোষ।