শিলিগুড়ি, ৩ অক্টোবরঃ ‘সীমান্ত দিয়ে পাচার হচ্ছে গরু। সেই গরুর টাকা নিচ্ছেন পর্যটনমন্ত্রী গৌতম দেব ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ’। শিলিগুড়িতে এসে এমনই অভিযোগ করলেন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু ব্যানার্জি। পাল্টা রাজু ব্যানার্জির নামে থানায় FIR করা হবে বলে জানালেন তৃণমূল জেলা সভাপতি রঞ্জন সরকার। সুপ্রিম কোর্টেও যাওয়া হতে পারে বলে জানিয়েছেন তিনি।
এদিন শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে কৃষি বিলের সমর্থনে একটি মিছিলের ডাক দেয় জেলা বিজেপি। সেখানে উপস্থিত ছিলেন রাজু ব্যানার্জি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘সামনেই ফাঁসিদেওয়ায় বাংলাদেশ সীমান্ত। সেখান দিয়ে যে গরু পাচার হচ্ছে তার টাকা নিচ্ছেন মন্ত্রী গৌতম দেব ও রবীন্দ্রনাথ ঘোষ’।
রাজু ব্যানার্জির এই মন্তব্যের পর তৃণমূল জেলা সভাপতি রঞ্জন সরকার বলেন, প্রমাণিত সত্য যে গরু পাচারের সঙ্গে কিছু বিএসএফ আধিকারিক, শুল্ক দপ্তরের বেশকয়েকজন যুক্ত। কোনো প্রমাণ ছাড়া দুজন মন্ত্রীর বিরুদ্ধে কীভাবে এমন ভিত্তিহীন অভিযোগ করতে পারেন। আমরা এর বিরুদ্ধে এফ আই আর করবো ও সুপ্রিম কোর্টেও যাবো।
তবে পর্যটনমন্ত্রী গৌতম দেব শিলিগুড়িতে না থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।