শিলিগুড়ি,২৮ মেঃ করোনা মোকাবিলায় রাজ্য সরকার ব্যর্থ।শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে নেমে এমনই অভিযোগ করলেন দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্ত।আজ তিনি দিল্লী থেকে বাগডোগরা বিমানবন্দরে ফেরেন।
এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, করোনা মোকাবিলায় রাজ্য সরকার ব্যর্থ।যে কারণে করোনায় রাজ্যের মৃত্যুহার বেশি।লকডাউনের প্রথম দিন থেকে রাজ্যজুড়ে লকডাউন উপেক্ষা করা হচ্ছে।বিভিন্ন জায়গায় মানুষকে বাজারে ঘুরতে দেখা গিয়েছে।
পাশাপাশি তিনি বলেন, এই মুহূর্তে তৃণমূল রাজনীতিতেই ব্যস্ত।উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বিজেপি সাংসদদের রাজনীতির জন্য বাড়ি থেকে বের হতে দেওয়া হচ্ছে না।যা খুবই অন্যায়।
এছাড়াও তিনি জানান,তিনি যেহেতু ভিন রাজ্য থেকে এসেছেন সে কারণে করোনার গাইডলাইন মেনে চলবেন।কোয়ারেন্টিনেই থাকবেন তিনি।শিলিগুড়িতে থাকার পাশাপাশি তিনি দার্জিলিঙেও তার বাড়িতে থাকবেন বলেই এদিন সাংবাদিকদের জানান।