শিলিগুড়ি, ১৩ নভেম্বরঃ পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করলো বাম পরিচালিত শিলিগুড়ি মহকুমা পরিষদের বোর্ড।১৫ই নভেম্বর মেয়াদের শেষ দিন হলেও শেষবারের মতো দপ্তরে এসে নিজের কাজ সামলালেন সভাধিপতি তাপস সরকার।কাজের শেষ দিনে রাজ্য সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে ধরেন তিনি।তবে বঞ্চনা সত্বেও সার্বিক উন্নয়ন হয়েছে এমনটাই দাবি তার।
এদিন সাংবাদিক বৈঠকে তিনি জানান, রাজ্য সরকারের অসহযোগিতা থাকলেও বিরোধীদের সহযোগিতায় তাদের পাঁচ বছর পূর্ণ করতে সক্ষম হয়েছে।রাজ্যের অন্যান্য মহকুমা পরিষদগুলি যে আর্থিক সহযোগিতা পেয়েছে তার শিকিভাগও পায়নি শিলিগুড়ি মহকুমা পরিষদ।
তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, সঠিকভাবে আর্থিক সহযোগিতা পেলে আরও বেশকিছু মানুষের স্বার্থে উন্নয়নের কাজ করতে পারত এই বোর্ড।