শিলিগুড়ি,২৪ ডিসেম্বরঃ শিলিগুড়ির হিলকার্ট রোডে বিজেপির দলীয় কার্যালয় জয়মনি ভবনে সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারকে একহাত নিলেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী প্রহ্লাদ সিং পাটেল।
তিনি বলেন, রাজ্য সরকারের এজেন্সি কেন্দ্রীয় সরকারের কোনও প্রকল্পের ওপরে কাজ করতে চায় না।২০১৬-১৭ সালে কেন্দ্রের তরফে রাজ্যের পর্যটনদপ্তরের উন্নয়ন এবং পর্যটন স্থানগুলিতে কাজ করার জন্য টাকা দেওয়া হয়েছিল।কিন্তু সেই টাকা পর্যটন উন্নয়নের ক্ষেত্রে ব্যয় করা হয়নি। যার ফলস্বরূপ বেলুর মঠের কাজ রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও স্বামী বিবেকানন্দের জন্মস্থানে যে কাজ রাজ্য সরকার করছে তাও এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি।
তিনি আরও বলেন, আগামী বিধানসভা নির্বাচন যাতে বাংলায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেই বিষয়টি নির্বাচন কমিশন দেখছে। তবে এই নির্বাচনে বাংলায় ২০০টি আসনে জয়লাভ করবে বিজেপি।