শিলিগুড়ি, ৩০ ডিসেম্বরঃ রাজ্যপাল জগদীপ ধনকরকে অপসারণের দাবিতে স্মারকলিপি পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস।আর এই নিয়েই শুরু হয়েছে ফের রাজ্য ও রাজ্যপাল সংঘাত।
বুধবার সাংবাদিক বৈঠক করে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, বিভিন্ন অভিযোগে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পাঠিয়ে রাজ্যপালকে অপসারণের দাবি করেছে তৃণমূল।
বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু তৃণমূলের এই স্মারকলিপিকে ডাস্টবিনের আবর্জনার সঙ্গে তুলনা করেন।তিনি বলেন, ‘ওই স্মারকলিপি ডাস্টবিনে ফেলে দেওয়া হবে’।তিনি আরও বলেন, ‘রাজ্যপালের সঠিক ও সত্যি কথা তৃণমূল পছন্দ করেন না।এই কারণে তৃণমূল সাংসদ রাজ্যপালকে অপসারণের দাবিতে স্মারকলিপি পাঠিয়েছে’।
অন্যদিকে দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তও এই বিষয়ে তৃণমূলকে কটাক্ষ করে বলেন, ‘রাজ্যের শাসকদলের নেতা সংবিধান মানেন না।তারা সংবিধানের থেকে বড়।রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার নেতৃত্বরা প্রায়শই এই ধরণের দায়িত্বজ্ঞানহীন কাজ ও মন্তব্য করে থাকেন’।