কালিয়াগঞ্জ,২২ জুনঃ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি এলাকায় রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়কের ধারে ঝোপ থেকে উদ্ধার কয়েকমাসের শিশু।ঘটনা ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, গতকাল রাতে কাজ থেকে বাড়ি ফেরার সময় বাচ্চাটির কান্নার আওয়াজ শুনতে পান স্থানীয় বাসিন্দা ধরণি।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ফতেপুর সিডি হাইস্কুলের শিক্ষক প্রভাস সরকার।এরপর ঘটনার খবর দেওয়া হয় কালিয়াগঞ্জ থানায় এবং চাইল্ড লাইনে।
স্থানীয় সূত্রে খবর, উদ্ধার হওয়া শিশুটি কন্যা সন্তান এবং আনুমানিক বয়স ২ থেকে ৩ মাস।শিশুটিকে চিকিৎসার জন্য কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কে বা কারা এই ঘটনার পেছনে রয়েছে তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।