‘আমি গ্রাউন্ড জিরো গভর্নর হতে চাই’- শিলিগুড়িতে বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

শিলিগুড়ি,২৯ জুনঃ আমি গ্রাউন্ড জিরো গভর্নর হতে চাই।যেখানে হিংসার ঘটনা ঘটবে আমি সেখানেই যাব।শিলিগুড়িতে বিজেপি সহ পাহাড়ের দলগুলির সঙ্গে বৈঠক করে এমনটাই বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।


প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজুজুড়ে দফায় দফায় অশান্তি চলছে।এমন পরিস্থিতিতে বিভিন্ন এলাকায় যাচ্ছেন রাজ্যপাল।বৃহস্পতিবার সকালে দার্জিলিঙের সাংসদ রাজু বিস্ত সহ জিএনএলএফ, গোর্খা জনমুক্তি মোর্চা, হামরো পার্টির প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন রাজ্যপাল।

এদিকে রাজ্যপালকে সামনে পেয়েই পঞ্চায়েত নির্বাচন ঘিরে হওয়া বিভিন্ন ভোট সন্ত্রাসের কথা তুলে ধরেন বিজেপি সাংসদ রাজু বিস্ত।তিনি বলেন, পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে পাহাড়ের গ্রামে-গঞ্জে অরাজকতা চলছে। আইন শৃঙ্খলা কার্যত ভেঙে পড়েছে। তাই রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করছে বিজেপি ও তার সহযোগী দলগুলি।এই বিষয়ে রাজ্যপালের হাতে একটি দাবিপত্র তুলে দেওয়া হয়।  


অন্যদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন,পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই যেসব এলাকায় নির্বাচন হবে সেই এলাকাগুলিতে নজর রাখছি।যেখানেই হিংসার ঘটনা ঘটবে, আমি সেখানেই আমি যাব। আমি গ্রাউন্ড জিরো গভর্নর হতে চাই।খুনের রাজনীতি, ভয়ের রাজনীতি, হুমকির রাজনীতি দূর হওয়া দরকার। এটা ভারতের সংবিধান, গণতন্ত্রের কাছে বড় চ্যালেঞ্জ। যা ঘটছে তা অত্যন্ত উদ্বেগজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişcasibom girişbaywin girişmatadorbet giriş