শিলিগুড়ি, ২২ আগস্টঃ পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং শিলিগুড়ি পুরনিগমের ব্যবস্থাপনায় রাখি বন্ধন উৎসব উপলক্ষে সংস্কৃতি দিবস উদযাপন করা হল।
রবিবার বিধান রোডে গোষ্ঠ পালের মূর্তির পাদদেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন প্রদীপ প্রজ্বলন করে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সচেতনতার বার্তা নিয়ে সাধারন মানুষের হাতে মাস্ক তুলে দেওয়া হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব, প্রশাসক মন্ডলীর সদস্য রঞ্জন সরকার, বিবেক বৈদ এবং প্রশাসক বোর্ডের অন্যান্য সদস্যরা।