শিলিগুড়ি, ৩ আগস্টঃ করোনা আবহে মাস্ক পরিয়ে রাজ্যের সর্বত্র রাখিবন্ধন উৎসব পালন করল পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর।
জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর ও শিলিগুড়ি পুরনিগমের যৌথ উদ্যোগে রাখি পূর্ণিমার দিনটিকে প্রতিবছরই সংস্কৃতি দিবস হিসেবে পালন করা হয়।তবে এবার আর রাখি নয়, রাখির বদলে মাস্ক বিলি করে মানুষকে সচেতন করা হয়। শিলিগুড়ি বিধান মার্কেট সংলগ্ন গোষ্ঠ পালের মূর্তির সামনে সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
সংগঠনের সদস্যরা জানান,করোনা আবহে রাখিবন্ধন উৎসব পালন ঝুঁকিপূর্ণ।কিন্তু উৎসবের গুরুত্ব বিবেচনা করে দিনটিকে করোনা সচেতনতার প্রচারে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে যুবকল্যাণ দপ্তর।