শিলিগুড়ি, ৪ মার্চঃ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রক্ত নিয়ে প্রতারণা।রক্তের জন্য দালাল চক্রের খপ্পরে পড়ছেন রোগীর পরিবার ও পরিজনেরা।সম্প্রতি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এমনই ঘটনা ঘটেছে।ঘটনায় গ্রেফতার হয়েছে এক যুবক।ধৃতের নাম শিবা দাস(২৫)।কাওয়াখালির বাসিন্দা।
জানা গিয়েছে, গত ২৬ ফেব্রুয়ারি কোচবিহারের তুফানগঞ্জের বাসিন্দা আমিনূর আলম তার অসুস্থ স্ত্রীকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করান।হাসপাতালের তরফে ব্যক্তিকে রক্তের ব্যবস্থা করার কথা বলে।কোথায় রক্ত পাওয়া যাবে তার খোঁজ শুরু করেন ব্যক্তি।গত ২৯ ফেব্রুয়ারি আমিনূর আলমের সঙ্গে দেখা হয় শিবা দাসের।শিবা নিজেকে মেডিক্যালের ব্লাড ব্যাঙ্কের কর্মী বলে জানায়।এরপর ব্যক্তি শিবাকে দুই ইউনিট রক্তের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে।রক্তের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে ব্যক্তির কাছ থেকে তিন হাজার তিনশো টাকা নেয় শিবা।অভিযোগ, সেই টাকা নিয়েই চম্পট দেয় যুবক।যুবকের খোঁজ করেও তাকে আর পাওয়া যায়নি।পরবর্তীতে অন্য জায়গা থেকে রক্ত সংগ্রহ করেন ব্যক্তি।
অন্যদিকে রবিবার মেডিক্যাল কলেজে শিবাকে দেখতে পেয়ে টাকা ফেরত চান ব্যক্তি।তবে টাকা না দিয়ে ব্যক্তির সঙ্গে ঝগড়া করে ফের পালিয়ে যায় যুবক।এরপরই মেডিক্যাল ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করে আমিনূর আলম।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কাওয়াখালি থেকে শিবা দাসকে গ্রেফতার করে পুলিশ।ধৃতের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে আজ তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।