রাজগঞ্জ, ১৪ আগস্টঃ পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারি ফেডারেশন রাজগঞ্জ ব্লক কমিটির উদ্যোগে এবং রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালের সহযোগিতায় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হল।
শনিবার রাজগঞ্জ ব্লকের কুকুরজান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।এদিনের শিবিরের উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ রমেন্দ্রনাথ প্রামানিক।
সংগঠন সূত্রে জানা গিয়েছে, এদিন প্রায় ১০০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে।সংগৃহীত রক্ত জলপাইগুড়ি ব্লাড ব্যাঙ্কে পাঠানো হবে।
এদিনের শিবিরে উপস্থিত ছিলেন জেলার উপ স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষ চন্দ্র দাস, ডঃ কল্যাণ কুমার মুখার্জি, ব্লক স্বাস্থ্য আধিকারিক শুভদীপ সরকার, গোপাল ঘোষ সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা।