নকশালবাড়ি, ১৫ আগস্টঃ নকশালবাড়ি সারদা শিশুতীর্থের তরফে ৭৫ তম স্বাধীনতা দিবসে রক্তদান শিবিরের আয়োজন করা হল।
জানা গিয়েছে, এদিন পাল পি হ্যারিস শিলিগুড়ি রোটারি ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।কোভিড বিধি মেনেই এদিন বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকারা রক্তদান করেন।