খড়িবাড়ি, ২২ জুনঃ করোনা মহামারিতে রক্ত সংকট মেটাতে খড়িবাড়ি অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের তরফে খড়িবাড়ি পার্টি অফিস চত্বরে রক্তদান শিবিরের আয়োজন করা হল।
এই বিষয়ে তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি কিশোরী মোহন সিংহ বলেন, এই মহামারির সময়ে রক্ত সংকট মেটাতে শিবিরের আয়োজন করা হয়েছে।শিবিরে প্রায় ২৭ ইউনিট রক্ত সংগৃহীত হয়।
এদিনের রক্তদান শিবিরে তৃণমূল কংগ্রেসের বাসুদেব রায়, ব্লক যুব সভাপতি কিশোরী মোহন সিংহ, মহিলা ব্লক সভাপতি পপি সাহা, প্রদীপ মন্ডল, সুরজিত দাস, দীপঙ্কর চ্যাটার্জি সহ অন্যান্য কার্যকর্তারা উপস্থিত ছিলেন।