শিলিগুড়ি বৃহত্তর ই-রিক্সা ইউনিয়নের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন

শিলিগুড়ি, ১৭ সেপ্টেম্বরঃ বিশ্বকর্মা পূজা উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হল।


জানা গিয়েছে, শিলিগুড়ি পুরনিগমের ২২ নম্বর ওয়ার্ডে অরবিন্দপল্লী মেইন রোডে শিলিগুড়ি বৃহত্তর ই-রিক্সা ইউনিয়ন আইএনটিটিইউসি টাউন ২ উদ্যোগে এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ও রোটারি ব্লাড ব্যাঙ্কের ব্যবস্থাপনায় লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি স্মার্ট সিটির সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।শিবিরে সংগৃহীত রক্ত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ও রোটারি ব্লাড ব্যাংকে পাঠানো হয়েছে।পাশাপাশি আগামীকাল বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে।

এই বিষয়ে ই-রিক্সা ইউনিয়নের সদস্য রাকেশ পাল জানান, প্রত্যেক বছর রক্তদান শিবিরের আয়োজন করা হবে।মানুষের কথা ভেবেই শিবিরের আয়োজন করা হয়েছে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomOnwincasibom girişcasibombaywingrandpashabet girişholiganbetjojobet giriş