নকশালবাড়ি, ২৯ জানুয়ারিঃ ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ল ট্রাক।ঘটনায় আহত হলেন ২ যুবক।শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে নকশালবাড়ির অটল মোড়ে চেঙ্গা নদীতে।
জানা গিয়েছে, গভীর রাতে শিলিগুড়ি থেকে বিহারের দিকে যাচ্ছিল ট্রাকটি।সেইসময় নিয়ন্ত্রণ হারিয়ে চেঙ্গা নদীর ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে যায় ট্রাকটি।ঘটনায় চালক ও সহকারী চালক আহত হন।আহতদের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে ভর্তি করা হয়।ট্রাকের চালক ও সহকারী চালক ত্রিপুরার বাসিন্দা।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানার পুলিশ।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।