শিলিগুড়ি, ২৭ জুলাইঃ অযোধ্যায় রাম মন্দির নির্মানের জন্য শিলিগুড়ি থেকে পাঠানো হচ্ছে মাটি ও জল। বিশ্ব হিন্দু পরিষদের শিলিগুড়ি শাখার পক্ষ থেকে শিলিগুড়ি থেকে এই জল এবং মাটি পাঠানো হচ্ছে।
জানা গিয়েছে, শিলিগুড়ির মহানন্দা এবং তিস্তা নদীর জল এছাড়া গুলমা, জংলী বাবা মন্দির এবং প্রনামী মন্দিরের মাটি পাঠানো হচ্ছে রাম মন্দির নির্মানে। আগামীকাল বিশ্ব হিন্দু পরিষদের শিলিগুড়ি শাখার পক্ষ থেকে এই সমস্ত সামগ্রী নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের দুজন সন্ন্যাসী রওনা হবেন অযোধ্যার উদ্দেশ্যে।
বিশ্ব হিন্দু পরিষদের জেলা সম্পাদক রাকেশ আগরওয়াল বলেন, দীর্ঘদিন পর রাম মন্দির নির্মান হতে চলেছে। যা খুবই খুশির খবর। রামমন্দির নির্মানের জন্য গোটা বাংলা সহ শিলিগুড়ির বিভিন্ন ধর্মীয় স্থানের মাটি এবং নদীর জল পাঠানো হচ্ছে।
উত্তরবঙ্গ বিশ্ব হিন্দু পরিষদের রাজ্য সংগঠনের সম্পাদক অনুপ মন্ডল বলেন, উত্তরবঙ্গের মহাপুরুষ ও বিশ্ব হিন্দু পরিষদের যেসকল সদস্যরা রাম মন্দিরের জন্য লড়াই করে শহীদ হয়েছিলেন তাদের বাড়ি থেকেও মাটি সংগ্রহ করা হয়েছে। আগামীকাল সেই সমস্ত সামগ্রী অযোধ্যার উদ্দেশ্যে পাঠানো হবে।