রামনবমীর জন্য লাগানো পতাকা খুলে নেওয়ার অভিযোগ, দোষীদের গ্রেফতারের দাবীতে পথ অবরোধ

রাজগঞ্জ, ২৬ মার্চঃ রাতের অন্ধকারে ফুলবাড়ি এলাকা থেকে রামনবমীর জন্য লাগানো পতাকা খুলে নেওয়ার অভিযোগ উঠলো দুষ্কৃতিদের বিরুদ্ধে।তাদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করলো রাম মহোউৎসব সমিতি।


জানা গিয়েছে, আগামী ৩০ মার্চ ফুলবাড়ি থেকে শিলিগুড়ি পর্যন্ত রামনবমীর শোভাযাত্রা হবে।সেকারণে গত ২০ মার্চ ফুলবাড়ি থেকে উত্তরকন্যা পর্যন্ত গেরুয়া পতাকা লাগানো হয়েছিল।

অভিযোগ, শনিবার গভীর রাতে ফুলবড়ি ব্যাটেলিয়ান মোড় সংলগ্ন এলাকায় বেশকিছু পতাকা খুলে নিয়ে গিয়েছে দুষ্কৃতিরা।ঘটনার পরই অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে এশিয়ান হাইওয়ে ২ পূর্ব ধনতলা এলাকায় পথ অবরোধ করে রাম মহোৎসব সমিতির সদস্যরা।প্রায় ৩০ মিনিট অবরোধের পর এনজেপি থানা পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।এনজেপি থানাতেও বিক্ষোভ দেখানো হয়।


এই বিষয়ে সংগঠনের সদস্য রাজীব সাহা বলেন, অবিলম্বে দুষ্কৃতিদের গ্রেফতার করতে হবে।তা নাহলে আন্দোলনে নামা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *