শিলিগুড়ি, ৫ ফেব্রুয়ারিঃ শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের আবির্ভাব দিবস উপলক্ষে সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করা হল।
প্রত্যকবারের ন্যায় এবারও শ্রী শ্রী রামঠাকুর মন্দির কমিটির তরফে বিভিন্ন সমাজসেবামূলক কাজের মধ্য দিয়ে রামচন্দ্র দেবের ১৬৫তম আবির্ভাব দিবসের অনুষ্ঠান শুরু করা হয়।আগামী ১০ই ফেব্রুয়ারী পর্যন্ত চলবে।বুধবার দুঃস্থ মানুষদের হাতে কম্বল ও স্কুল পড়ুয়াদের মধ্যে পড়াশোনার সামগ্রী তুলে দেওয়া হয়।
উপস্থিত ছিলেন এনজেপি থানার আইসি সোনম লামা, পিসি ওসি শমিক পাল,৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস চ্যাটার্জী সহ অন্যান্যরা।