খড়িবাড়ি, ১২ ডিসেম্বরঃ নকশালবাড়ি শ্রী রামকৃষ্ণ আশ্রমের তরফে খড়িবাড়ি ব্লকের অন্তর্গত বুড়াগঞ্জ পঞ্চায়েতের কাছে রামভোলা প্রাইমারি স্কুল চত্বরে একটি কর্মসূচির আয়োজন করে দুঃস্থ অসহায় মানুষদের মধ্যে চাদর ও জুতো বিতরণ করা হল।
এদিনের অনুষ্ঠানে আশ্রমের সভাপতি নারায়ণ আগরওয়াল, সহ সভাপতি নরেন্দ্র প্রসাদ, সাধারণ সম্পাদক ভাস্কর রায়, কোষাধ্যক্ষ পরিতোষ বর্ধন, বীরেন কর্মকার সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নকশালবাড়ি শ্রী রামকৃষ্ণ আশ্রমের তরফে বীরেন কর্মকার বলেন, রামভোলা, ঝাড়ুজোত, ডিঙ্গাজোতের আদিবাসী সম্প্রদায়ের দুঃস্থ মানুষদের মধ্যে গরম চাদর, জুতো বিতরণ করা হয়।প্রায় ২০০ জনকে গরম চাদর ও ৮০ জোড়া জুতো বিতরণ করা হয়েছে।