রাজগঞ্জ, ১ মার্চঃ সাহুডাঙ্গি রামকৃষ্ণ মিশনে পালিত হল শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০ তম জন্মতিথি।
শনিবার সারাদিন ব্যাপী আশ্রমে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে জন্মোৎসব পালন করা হচ্ছে।এদিন সকাল থেকে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের বিশেষ পুজো, ভজন, যজ্ঞ, তার জীবনী ও বাণীর উপর আলোচনা এবং প্রসাদ বিতরণ করা হয়েছে।
এই বিষয়ে স্বামী নরেশানন্দ মহারাজ বলেন, রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হচ্ছে। শ্রী রামকৃষ্ণের জীবনের যে মহিমা,বাণী রয়েছে তা মানুষের সামনে তুলে ধরা হচ্ছে। উৎসবে শিলিগুড়ি ও জলপাইগুড়ি ছাড়াও বিভিন্ন জায়গা থেকে ধর্মপ্রাণ মানুষের সমাগম হয়েছে।দুপুরে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে।