রাজগঞ্জ, ২ এপ্রিলঃ সাহুডাঙ্গি রামকৃষ্ণ মিশনে পালিত হল শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৮ তম জন্মমহোৎসব।
রবিবার সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মমহোৎসব পালন করা হচ্ছে। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের বিশেষ পুজো, ভজন, যজ্ঞ, তার জীবনী ও বাণীর উপর আলোচনা এবং প্রসাদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এই উপলক্ষে বহু ভক্তেরও সমাগম হয়েছে।
এই বিষয়ে স্বামী নরেশানন্দ মহারাজ বলেন,রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মমহোৎসব বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হচ্ছে। শ্রীরামকৃষ্ণের জীবনের মহিমা,বাণি মানুষের সামনে তুলে ধরা হচ্ছে। এদিনের উৎসবে শিলিগুড়ি ও জলপাইগুড়ি ছাড়াও বিভিন্ন জায়গা থেকে ধর্মপ্রাণ মানুষের সমাগম হয়েছে।ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থাও করা হয়েছে।