শিলিগুড়ি, ২ আগস্টঃ শিলিগুড়ি শহর ও আশপাশের এলাকায় জমি দখলের ঘটনা নতুন নয়। কিছুদিন আগেই শালুগারায় রামকৃষ্ণ মিশনের সেবক হাউস দখলের ঘটনায় রাজ্যে হইচই পড়ে গিয়েছিল। ফের একবার সেই রামকৃষ্ণ মিশনের জমি দখলের অভিযোগ উঠল মাটিগাড়ায়। দখল হয়ে থাকা জমি ফেরত পেতে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছে মিশন কর্তৃপক্ষ।
শিলিগুড়ি সংলগ্ন সাহুডাঙ্গির রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের শিলিগুড়ি মহকুমার মাটিগাড়ায় উত্তরায়ণ টাউনশিপের কাছে প্রায় ১০ একর জমি রয়েছে।সেই জমির কিছুটা আশ্রম কিনেছিল।বাকি জমি দানে পেয়েছিল আশ্রম।কিন্তু সেই জমি এবার দখলের অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে।
জমি ফেরত পেতে আশ্রমের সম্পাদক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দার্জিলিঙের জেলাশাসক প্রীতি গোয়েল, শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর, শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও মাটিগাড়ার বিএলআরও কে চিঠি পাঠিয়েছেন। স্বামী বিনয়ানন্দ জানান, তাঁদের জমি দখল করে সেখানে গ্যারেজ, গুদাম বানানো হয়েছে। ২০২২ সালে মাটিগাড়া বিএলআরও অফিসে জমির মিউটেশনের জন্য আবেদন করেছিলেন। কিন্তু তা আর হয়নি অভিযোগ তাঁদের অন্ধকারে রেখে কিছু জমি অন্যের নামে মিউটেশন হয়ে গিয়েছে।
কিভাবে তা হল তা নিয়ে প্রশ্ন উঠছে।এর আগে শিলিগুড়ির সেবক রোডেও রামকৃষ্ণ মিশনের সেবক হাউস দখলের চেষ্টা করা হয়েছিল। সেই ঘটনার তদন্তে নেমে ভক্তিনগর থানার পুলিশ মূল অভিযুক্ত সহ ১২ জনকে গ্রেফতার করে। এদিকে মাটিগাড়ায় রামকৃষ্ণ মিশনের জমি দখলের ঘটনার পরই বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন মেয়র গৌতম দেব।আশ্রমে গিয়ে সেখানে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।দার্জিলিং এর জেলাশাসক প্রীতি গোয়েলও বিষয়টি দেখছেন বলেই জানিয়েছেন।